ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা

যুব উন্নয়ন অধিদপ্তর

দারিদ্র-বিমোচন ও ঋণ শাখা

যুব ঋণের আবেদনে আপনাকে স্বাগতম!

নতুন আবেদন করতে নিচের বাটনটিতে চাপ দিন।

ইতিমধ্যে আপনি আবেদন করে থাকলে, নিচের বক্সটিতে সরবরাহকৃত ট্র্যাকিং নংটি লিখুন এবং নিচের বাটনটিতে চাপ দিন।

সংযুক্তিসমুহঃ (প্রকল্পটি ঋণ প্রাপ্তির জন্য অনুমোদিত হলে) (ক) নাগরিক সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের কপি (খ) সত্যায়িত নমুনা স্বাক্ষর(আবেদনকারী ও নিশ্চয়তাকারীর) (গ) জমির মূল দলিল (ঘ) মূল পর্চা/ওয়ারিশন সনদ(উত্তারাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে) (ঙ) হালনাগাদ দাখিলা/চাকুরীজীবি নিশ্চয়তাকারীর ঘোষনাপত্র (চ) সম্পত্তির দাগনং- সি,এস, আরএস, মাঠজরীপ, খতিয়ান নং- সি, এস, আরএস, মাঠজরীপ, খাজনা রশিদে উল্লেখিত দাগনং, খতিয়ান নং সম্বলিত বিবরনী (ছ) ৪ কপি ছবি (২ কপি আবেদনকারীর, ২ কপি নিশ্চয়তাকারীর) (জ) প্রশিক্ষণের মূল সনদপত্র (ঝ) প্রকল্প প্রস্তাব (ঞ) পাশবই (দফা অতিক্রমের ক্ষেত্রে) ও (ট) দাখিলিয় কাগজপত্রের তালিকা।